যশোরে হামলা ও ছিনতাইয়ের ঘটনা ধামাচাপার চেষ্টা

প্রকাশঃ ২০২৩-০১-২৯ - ১৪:০৮

যশোর অফিস : যশোরের বাঘারপাড়ার চাড়াভিটা বাজার এলাকায় চারজনের ওপর হামলা চালিয়ে আহত ও মোবাইল ব্যাংকিংয়ের ১ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই ঘটনায় পুলিশ এখনও কোন মামলা নেয়নি। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার করা হচ্ছে। এঘটনায় থানায় অভিযোগ করা হলেও পুলিশ নিরব থাকায় মাথা চাড়া দিয়ে উঠেছে হামলাকারীরা। তারা নানাভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে অভিযোগ তুলে নেয়ার জন্য। বাঁদিও তার পরিবার সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

অভিযোগে জানা গেছে,গত ২২ জানুয়ারি রোববার রাত সাড়ে ৮টার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজারে দুর্বৃত্তদের হামলায় রঘুনাথপুর গ্রামের স্ব ঁঢ়পন সরকারের ছেলে যশোরের আব্দুল রাজ্জাক কলেজের একাদশ শ্রেণীর ছাত্র রায়হান পারভেজ (১৭), ভাই নাইম ইসলাম (২২), জলিল শেখের ছেলে একলাছ শেখ (৩৫) ও আমির শেখ (৫০) আহত হয়। আহতদের মধ্যে রায়হানের অবস্থা গুরুতর হওয়ায় সে বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল। একটি তুচ্ছ ঘটনা নিয়ে ওই রাতে চাড়াভিটা বাজারে শালিস হওয়ার কথা ছিল। এ শালিসে যাওয়ার সময় পাকের আলী গ্রামের মৃত জাফর সরদারের ছেলে আমিনুর সরদারের নেতৃত্বে কুতুব, ইমন, আরিফ, সুমন, নারকেলবাড়িয়া গ্রামের রনু, রঘুনাথপুর গ্রামের হৃদয়, দক্ষিণ শ্রীরামপুর গ্রামের শরিফ, আলামিনসহ অজ্ঞাতনামা আরো ৮/১০জন ওই চারজনের ওপর দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে আহত করে। এসময় তারা নাইমের কাছে থাকা মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসার ১ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এঘটনায় বাঘারপাড়া থানায় তাদের নামে অভিযোগ করা হলেও এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোন পদক্ষেপ নেয়নি পুলিশ। একারণে হামলাকারীদের হুমকি-ধামকির মধ্যে চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে বাদীপক্ষ। বাজারে ব্যবসা বাণিজ্য করতে ভয় পাচ্ছে তারা। হামলার পরে তিনদিন ধরে নাইমের পরিবহন কাউন্টার ও মোবাইল ব্যাংকিংয়ের দোকানসহ তিনটি দোকান বন্ধ করে দেয় দুর্বৃত্তরা। বর্তমানে তারা চরম আতঙ্কের মধ্যে রয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, চাড়াভিটা বাজার এলাকায় সন্ত্রাসী কুতুবের নেতৃত্বে একদল দুর্বৃত্ত মাথা চাড়া দিয়ে উঠেছে। তারা মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে প্রতিবাদ করলে তাকে হুমকি ধামকি দেয়া হয়। হামলা চালিয়ে আহতও করা হয়। যার সর্বশেষ শিকার ওই চারজন। সম্প্রতি কুতুব মাদক মামলায় আটক হয়ে কারাগারে থাকার পর জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় নেমে পড়েছে। তার নামে কয়েকটি মাদকসহ অন্য মামলা রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।