যশোরে ৭৪ ভরি স্বর্ণালংকার ছিনতাই

প্রকাশঃ ২০২৩-০১-২৬ - ১১:৫৯

যশোর অফিস : যশোরে দিনের বেলায় প্রকাশ্যে সাতক্ষীরার এক ব্যবসায়ীর ৭৪ ভরি স্বর্ণ লুটপাটের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সকাল ৯টার দিকে সদর উপজেলার যশোর-মণিরামপুর সড়কের সতীঘাটায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী রনজিৎ দে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা ৩/৪জনের বিরুদ্ধে আসামি দিয়ে মামলা করেছেন।

বাদী সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিষখালী গ্রামের বাসিন্দা। তিনি পাটকেলঘাটা বাজারে আরাধ্য জুয়েলার্স নামে একটি প্রতিষ্ঠানে ব্যবসা করেন। যশোরের স্বর্ণ ব্যবসায়ী সঞ্জয় ঘোষের কাছ থেকে স্বর্ণ ক্রয় করে তার দোকানে ব্যবসা করেন। গত ২৪ জানুয়ারি স্বর্ণ ক্রয়ের জন্য বাদীর ছেলে গোপিদে’কে যশোরে পাঠান। এদিন সকাল ৯টার দিকে ৭৪ ভরি স্বর্ণ ক্রয় করে নিয়ে পাটকেলঘাটার উদ্দেশ্যে নিজস্ব মোটরসাইকেলে রওনা করেন গোপি দে। সদর উপজেলার সতীঘাটা শ্মশানের সামনে পৌছানো মাত্র একটি প্রাইভেটকারে থাকা লোকজনে গ্লাস খুলে মোটরসাইকেলে থাকা গোপি দে’কে ধাক্কা মারে। গোপি রাস্তায় পড়ে গেলে থাকে ধরে প্রাইভেটকারে তুলে অস্ত্রের ভয় দেখিয়ে কাছে থাকা ৭৪ ভরি স্বর্ণ লুটপাট করে নেয়। খবর পেয়ে রনজিৎদে বাড়ি থেকে এসে ছেলেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এরপর থানায় এই মামলা করা হয়েছে। তবে এই ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।