যশোর অফিস : শুক্রবার সকালে যশোর বেনাপোল সড়কের নাভারন মোড় থেকে যশোর ৪৯ বিজিবি সদস্যরা একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে আসামি বিহীন ৮৩৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে।
৪৯ বিজিবির অধিনায়ক এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে যশোর-বেনাপোল সড়কের সাতক্ষীরা নাভারন মোড়ে ৪৯ বিজিবি সদস্যরা অবস্থান করে এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা যশোর গামী যাত্রীবাহী তামিম পরিবহনের একটি বাস (টাঙ্গাইল-জ-১১-০০৪৮) থামিয়ে ও বাস তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৮ হাজার, ৩শ’, ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।