যশোর : যশোরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৯ যুবককে ৪৯০০ টাকা জরিমানা করেছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নিয়মিত শহর থেকে গ্রাম পর্যন্ত পুলিশ, র্যাবের পাশাপাশি সেনা সদস্যরা টহল দিচ্ছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক বুধবার দুপুরে দড়াটানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ৯ যুবককে ৪ হাজার ৯শ টাকা জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট হাফিজুল হক জানান, করোনাভাইরাস প্রতিরোধ করতে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে অভিযান চালানো হয়। এসময় একই মোটরসাইকেলে একাধিক লোকের চলাচল, করোনা সুরক্ষার সরঞ্জাম না থাকা, সরকারি স্বাস্থ বিধি অমান্য করা, হেলমেট ও ডাইভিং লাইসেন্স না থাকায় ৯ যুবককে জরিমানা করা হয়।
অভিযানের সময় সেনা, র্যাব, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।