যশোর অফিস : যশোর শেখ হাসিনা আইটি পার্কটি অবশেষে খান প্রোপার্টিজ গ্রুপ দায়িত্ব নিয়ে নতুন করে সেবার মান উন্নতি করেছে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে যশোর আইটি পার্ক হোটেল এন্ড রিসোর্টে বিভিন্ন পরিবর্তন করা হয়েছে খান প্রোপার্টিজ গ্রুপটি। সেবার মান নতুন করে সংযুক্ত করেছে।
গত শনিবার বিকেলে যশোর শেখ হাসিনা আইটি পার্কের হোটেল ও রিসোর্ট মিলনায়তন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় খান প্রোপার্টিজ গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও মাসুদুর খান হোটেল ও রিসোর্টর বিভিন্ন উন্নয়ন ও উন্নয়নের তথ্য তুলে ধরেন।
তিনি বলেন,তার টিমের দীর্ঘ এক মাসের কঠোর পরিশ্রমের মাধ্যমে নতুন রুপ দিয়েছেন ।
তিনি বলেন,২৪ ঘণ্টা কাস্টমার সার্ভিস,রেস্টুরেন্ট সেবা, লবি, হেলথ ক্লাব, গিফট শপ, কফি সপ, ফটো গ্যালারি, বিজনেস সেন্টার, নামাজের ঘর,গেম জোন, কিড জোন, সু-বিশাল কনফারেন্স হল, পুরুষদের জন্য সেলুন, জিমসহ আরও অনেক সেবা রয়েছে এখানে।
এছাড়াও সম্পূর্ণ হোটেলটির নতুন করে ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাসুদুর রহমান।
মতবিনিময় শেষে সাংবাদিকদের হোটেলটির বিভিন্ন কক্ষ এবং সেবাগুলো ঘুরে ঘুরে দেখানো হয়।
গত ২৬ জানুয়ারি যশোরের নাজির শংকরপুর এলাকায় শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করে দেশের প্রথম লাইফস্টাইল ও বুটিক রিসোর্ট ‘যশোর আইটি পার্ক হোটেল’ রিপোর্টটি।