যশোর: যশোর কোতয়ালি মডেল থানা পুলিশ আলাদা অভিযান চালিয়ে ১৫২পিস ইয়াবা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় চার মাদক বহনকারীকে গ্রেফতার দেখিয়েছে। এরা হচ্ছে,যশোর সদর উপজেলার চান্দুটিয়া বাজারের মৃত মোহাম্মদ আলীর ছেলে মাহাবুব আলম,শহরের আরএন রোড সোনালী ব্যাংকের পিছনে মৃত আব্দুল খালেকের ছেলে তরিকুল ইসলাম,শহরের ষষ্টিতলা পাড়া জাহাঙ্গীর আলমের ছেলে সাদ্দাম হোসেন ওরফে লাল ও চাঁচড়া রায়পাড়ার মৃত আরফান উল্লাহ ওরফে মাকুর ছেলে সাদ্দাম হোসেন।
কোতয়ালি মডেল থানা পুলিশ রোববার সন্ধ্যারাত সাড়ে ৭ টায় শহরের চাঁচড়া রেলগেট কালুর মাংসের দোকানের সামনে থেকে সাদ্দাম হোসেনকে গ্রেফতার পূর্বক তার কাছ থেকে ৫২পিস ইয়াবা, ওই এসআই একই স্থান থেকে বিকেল ৩ টায় সাদ্দাম হোসেন ওরফে লালকে ১শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার দেখায়।অপর দিকে,কোতয়ালি মডেল থানা পুলিশের অপরটিম রোববার দুপুর পৌনে ১ টায় শহরের পুলিশ লাইন টালী খোলা সুমনের দোকানের সামনে থেকে মাহাবুব আলম ও তরিকুল ইসলামকে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার দেখায়। এ ব্যাপারে মাদক আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।