রবিউল ইসলাম মিটু, যশোর : যশোর কেন্দ্রীয় কারাগারের হৃদরোগে আক্রান্ত হয়ে ডমিরাম (৫০) নামে ভারতীয় নাগরিক মারা গেছেন। বুধবার গভীর রাতে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত ডমিরামের বাবার নাম শান্ত রাম।
যশোর কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার সৈয়দ হাসান আলী জানান, গত ১৬ অক্টোবর যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ ডমিরামকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। বুধবার রাতে তিনি বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করেন। তখন তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়। ডমিরাম স্পষ্ট কথা বলতে পারতেন না। এজন্য তার পূর্নাঙ্গ পরিচয় পাওয়া যায়নি। হাসপাতালের চিকিৎসক আব্দুর রশিদ বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।’