যশোর অফিস : শহরের রেল রোডস্থ বেজপাড়া জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের ভিতর থেকে টিউবয়েল চুরির অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। গত শনিবার ১১ মার্চ রাতে মামলাটি করেন, বেজপাড়া জেলা সশস্ত্র বাহিনী বোর্ডে কর্মরত নিরাপত্তা প্রহরী মৃত মোশারফ হোসেনের ছেলে শুকুর আলী। মামলায় আসামী করেছেন, অজ্ঞাতনামা চোর বা চোরেরা।
মামলায় বাদী উল্লেখ করেন, গত ১০ মার্চ রাত ১২টা হতে ১১ মার্চ সকাল আনুমানিক ভোর ৫টার পূর্বে যে কোন সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা অফিসের প্রাচীর টপকিয়ে অফিস প্রাঙ্গনে প্রবেশ করে। রাতের অন্ধকারে সু-কৌশলে টিউবওয়েল চুরি করে নিয়ে যায়। চুরি হওয়ার পর চোরের সন্ধার করে ব্যর্থ হয়ে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। বাদি উল্লেখ করেন তাদের অফিসের আশপাশের সিটি টিভি ফুটেজ দেখে প্রকৃত চোর সন্ধান করা সম্ভব হতে পারে বলে বাদি আশংকা প্রকাশ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ চুরি যাওয়া টিউবওয়েল উদ্ধার ও চুরির সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।