যশোর: কাপড় কেনাবেচার নামে কৌশল নিয়ে শাড়ী ও সিট কাপড় চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগে ব্যবসায়ীরা মোছাঃ রিনা বেগম নামে এক নারী চোরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। ধরা পড়ার পর সে সহযোগী আরেক নারীসহ অজ্ঞাতনামা ২জন পুরুষের কথা স্বীকার করেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
যশোর সদর উপজেলার ক্ষিতিবদিয়া কলাবাগান পাড়ার বর্তমানে যশোর শহরের ষষ্টিতলাপাড়া মোস্তাকের বাড়ির ভাড়াটিয়া জাকির হোসেনের ছেলে মিজানুর রহমান কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,শহরের রেলবাজার এলাকায় তার মোল্যা বস্ত্রালয় নাম একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।গ্রেফতারকৃত চোর শহরে বারান্দী মোল্যাপাড়ার কবরস্থানের পূর্ব পাশে ফিরোজ শেখ’র স্ত্রী মোছাঃ রিনা বেগম রোববার বিকেল ৪ টায় উক্ত দোকানে আসে। শাড়ী কাপড় কেনাবেচার নামে সেসহ সহযোগী একই এলাকার রওশনের মেয়ে মাকছুদা বেগমসহ অজ্ঞাতনামা ২/৩জন পুরুষ ছিল। নারী পুরুষ সমন্বয় চোর চক্র উক্ত মোল্যা বস্ত্রালয় গার্মেন্টস থেকে কৌশলে ৫টি শাড়ী ও ১শ’ গজ ছিট কাপড় চুরি করে সটকে পড়ে। চুরি যাওয়ার পর রিনা বেগমকে ধরে ফেলে। পরে তাকে পাশ্ববর্তী শহীদ গার্মেন্টস এর লোকজন এসে রিনা বেগমকে দেথে সনাক্ত করে বলেন তার দোকান হতে থ্রী পিচ চুরি হয়েছে। রিনা বেগমকে গণধোলাই দিলে সহযোগী চোরের নাম প্রকাশ করে। তবে পুরুষদের নাম প্রকাশ করেননি। সোমবার গ্রেফতারকৃত রিনা বেগমকে আদালতে সোপর্দ করা হয়েছে।