যশোর-বেনাপোল মহাসড়কের গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশঃ ২০১৮-০১-১৭ - ২১:০৩

রবিউল ইসলাম মিটু, যশোর : ঐতিহাসিক যশোর-বেনাপোল মহাসড়কের দেড় শতাধিক বছরের পুরাতন গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে যশোরে। সচেতন যশোরবাসীর ব্যানারে বুধবার বেলা সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ইকবাল কবীর জাহিদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাহবুবুল আলম বাচ্চু, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি  হারুণ-অর-রশিদ, মাহমুদ হাসান বুলু ও যুব মৈত্রীর জেলা সভাপতি অনুপ কুমার পিন্টু।

বক্তারা বলেন, যশোর-বেনাপোল মহাসড়কে জমিদার কালী পোদ্দারের লাগানো গাছগুলো শতাব্দীকাল ধরে পরিবেশের ভারসাম্য রক্ষা করে আসছে। তাছাড়া উন্নয়নের ম্বার্থে মহান মুক্তিযদ্ধের স্মৃতি বিজড়িত যশোর রোডের উন্নয়ন যশোরবাসী চায়। তবে প্রায় আড়াই হাজার গাছ রেখে তা করতে হবে। গাছ কাটার সিদ্ধান্ত বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।