রবিউল ইসলাম মিটু, যশোর : বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির যশোর সার্কেলের দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে বুধবার বিকালে প্রতিদ্বন্ধিদের নিয়ে ‘কিছু কথা’ আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন সভাপতি পদে প্রার্থী অ্যাড. গোলাম ফারুক লিটন, সাধারণ ব্যবসায়ীদের পক্ষে বিসমিল্লাহ অটো’র সত্ত্বাধিকারী বিশিষ্ট কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক পদে প্রার্থী মো. সায়েম সিদ্দিকী। এসময় সকল প্রার্থী ও ভোটাররা উপস্থিত ছিলেন। বক্তারা সমিতির ব্যবসা সংক্রান্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি তুলে ধরার প্রয়োজনীয়তা এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচনের সকলের সহযোগিতা কামনা করা হয়।