যশোর হরিহর নদ দখলমুক্ত করতে আন্দোলনকারির উপর হামলা

প্রকাশঃ ২০২৩-০২-২৬ - ১১:১৪

যশোর অফিস : যশোরের হরিহর নদ দখলমুক্ত করতে সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন,ও গোয়ালদহ বাজারে গত ১৯ ফেব্রুয়ারি মানববন্ধন এবং নদ দখলের বিষয়ে সাংবাদিকদের তথ্য জানানোর কারনে গত শুক্রবার সকালে আল রোহান পাইলটের উপর নদ দখলকারিরা হামলা করেছে। পাইলটের বাড়ি ঝিকরগাছা উপজেলার দোস্তপুর গ্রামে। নিজ গ্রামেই তিনি হামলার শিকার হন। হামলায় তিনি আহত হয়ে যশোরের ঝিকরগাছা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। হাসপাতালে ভর্তি আল রোহান পাইলট জানান। নদ দখলমুক্ত করে নদের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে তিনি আন্দোলন করায় তার উপর এ হামলা হয়েছে। তিনি বলেন, শুক্রবার সকালে তিনি গ্রামের চায়ের দোকানে চা পান করছিলেন। এসময় নদ দখলকারি প্রায় ১৫/২০ জন ঘিরে ধরে। এর মধ্যে ৬/৭ জন সমানে কিল, ঘুসি, লাথি মারতে থাকে। এসময় তারা বলে, নদ নিয়ে কেন সরকারের কাছে দরখাস্ত দিয়েছি। মানব বন্ধন করেছি, সাংবাদিকদের সাথে কথা বলেছি। এসময় তারা বলে একে মারতে মারতে মেরে ফেল। মারার পরে যত টাকা খরচ হয় সব খরচ করবো। এসব বলে তারা আমাকে বেদম মারতে থাকে। পরে স্থানীয় ও পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’ এব্যাপারে ঝিকরগাছা থানা স্বাস্থ্য কমপেলেক্সের চিকিৎসক তাসনিম মাহমুদ বলেন, ‘ উনি গতকাল যখন ভর্তি হন তখন অন্য চিকিৎসক ছিলেন। তবে আজ আমি রাউন্ডে তাকে দেখেছি। তবে কালকের চেয়ে আজ তার অবস্থা ভালো। তার বুকে আঘাত আছে। এক্সরে করতে বলা হয়েছে। তবে তিনি শংকামুক্ত। ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।