যশোর-৬ আসনে শাহীন চাকলাদারকে হারিয়ে আজিজুল ইসলামের বিজয়

প্রকাশঃ ২০২৪-০১-০৮ - ১৩:৪৭
রাজীব চৌধুরী, কেশবপুরঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০, যশোর-৬ (কেশবপুর) আসনে নৌকা প্রতীকের হেবিওয়েট সংসদ সদস্য প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  শাহীন চাকলাদারকে ৯ হাজার ৬৭৮ ভোটে হারিয়ে বিজয় লাভ করেছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজুল ইসলাম। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয় ও বিকাল ৪ টায় ভোট গ্রহণ শেষ হয়।ভোট গ্রহণের পর গণনার শেষে ভোটের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা  ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ঈগল প্রতীকের মোঃ আজিজুল ইসলাম পেয়েছেন ৪৮ হাজার ৯ শত ৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদার পেয়েছেন ৩৯ হাজার ২ শত ৬৯ ভোট, কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ এম আমির হোসেন পেয়েছেন ১৭ হাজার ২শত ৯ ভোট ও জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী  জি এম হাসান পেয়েছেন ৬ শত ৪০ ভোট । ৯০ যশোর-৬ (কেশবপুর) আসনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩ শত ১৭ টি। এর মধ্যে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৬৫ টি ও মোট বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ২ শত ৫২ টি। উল্লেখ্য আজিজুল ইসলাম (খন্দকার আজিজ)  যশোর জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন।