যাত্রা শিল্পী অমল বিশ্বাসের মৃত্যুতে শোক

প্রকাশঃ ২০২৩-০১-০৯ - ১১:১৮

বিজ্ঞপ্তি : বাংলাদেশ যাত্রা শিল্পী সমন্বয় পরিষদ জেলা সহ-প্রচার সম্পাদক শিল্পী অমল বিশ্বাসের মৃত্যুতে বাংলাদেশ যাত্রা শিল্পী সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক যৌথ শোক বার্তায় নেতৃবৃন্দ অমল বিশ্বাসের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।

অমল বিশ্বাস গত শনিবার ঠাকুরগাঁও জেলার একটি যাত্রা প্যান্ডেলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হঠাৎ অসুস্থ হন। পরে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। সেখান থেকে তার মরদেহ বটিয়াঘাটা উপজেলার জলমা গ্রামে নিজ বাড়িতে এনে স্থানীয় শ্মশানে শেষ কৃত্য করা হয়।

অমল বিশ্বাসের মৃত্যু খবর শুনে বাংলাদেশ যাত্রা শিল্প সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ এবং শিল্পী কলা কুশলীগণ তার জলমাস্থ বাড়িতে যান এবং শোকাহত পরিবারবর্গকে শান্তনা দেন।

শোক প্রকাশ করে বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় সদস্য সচিব স ম গোলাম মোস্তফা, সৌমেন রায়, প্রশান্ত কুমার (সাগর), খান লিয়াকত আলী, বুলবুল আহমেদ, রতন কুমার সাহা, বেল্লাল হোসেন, মো: মনিরুজ্জামান মনি, এম এ লতিফ, আব্দুল কুদ্দুস সরদার, শংকর কুমার রায়, এডভোকেট মেহেদী ইনছার, জয়ন্ত শেখর কবিরাজ, মিলটন চক্রবর্তী, সালমা আক্তার ইতি, বিধান রায়, মহসীন মোল্লা, নাসরিন আক্তার মিলি, কল্পনা বিশ্বাস, আব্দুল মজিদ হাওলাদার, রিজিয়া খাতুন, খোকন মন্ডল প্রমুখ।