যাত্রীবাহী ঈগল পরিবহনের মুখোমুখি সংঘর্ষে আহত ৩১

প্রকাশঃ ২০১৮-০২-০৯ - ২০:০৮

অভয়নগর (যশোর) সংবাদদাতা : যশোরের অভয়নগরে যাত্রীবাহী দুই ঈগল পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ৩১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২০ জনকে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে এবং বাকি ১১ জনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলার আলীপুর আলেয়া ফিলিং স্টেশনের সামনে যশোর-খুলনা মহাসড়কে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত সাড়ে ১২ টায় আলীপুর আলেয়া ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী ঈগল পরিবহনের আরএম-২ এসি কোচের (ঢাকা মেট্রো- ব ১৪৭৩৬৫) সাথে একই পরিবহনের খুলনাগামী চেয়ারকোচ (যশোর-ব ১১-০০৩২) এর মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা ছুটে এসে দু’টি মাইক্রোবাসে মারাত্মক আহত ২০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে নওয়াপাড়া ফায়র সার্ভিস সদস্যরা উপস্থিত হয়ে অপর আহত ১১ জনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন কুমিল্লার আসমা খাতুন (৩০), গোপালগঞ্জের কাশিয়ানীর মুন্না (৩৫), তার স্ত্রী তানিয়া পারভীন (৩৫), জনৈক রবিউল হাসান (৩৫), খুলনার দৌলতপুরের রেজাউল (২০), অভয়নগরের রাজঘাটের শামিম (২২), খুলনা বয়রার আরিফুল (২৪), অভয়নগরের মশরহাটির বিপ্লব (২৭), খুলনার আব্দুস সালাম (৬৫), মরিয়ম (৪০) ও ফুলতলার শারমিন (৩০) এর পরিচয় পাওয়া গেছে। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আতাউর রহমান, ঘটনার সত্যতা স্বীকার করেছেন।