ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহবায়কের ফেসবুক আইডি হ্যাক করে গতকাল শনিবার সকালে বিভিন্ন লোকের কাছে প্রতারনার মাধ্যমে টাকা দাবী করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগি যুবলীগ নেতা গোবিন্দ ঘোষ থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। সাধারন ডায়েরি ও ভুক্তভোতি যুবলীগ নেতা সূত্রে জানা গেছে, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষের নিজ নামীয় ফেসবুক আইডি কে বা কারা শনিবার সকাল ৮ টার দিকে হ্যাক করে ওই আইডির সাথে সংযুক্ত বিভিন্ন বন্ধুদের কাছে ০১৭৩৪-৩৪৯৭৩৪ নাম্বার মোবাইল ফোন থেকে তার পরিচয় দিয়ে ফোন করে ও ম্যাসেনজারে ম্যাসেজ দিয়ে প্রতারনার মাধ্যমে টাকা দাবী করে এবং তাকে হেয় পতিপন্ন করতে কোথাও কোথায়ও কু – রুচি পূর্ণ বার্তা লিখে পাঠায়। বিষয়টি তিনি তার বিভিন্ন বন্ধুদের কাছ থেকে জানতে পেরে ডুমুরিয়া থানায় এসে একটি সাধারন ডায়েরি করেন। এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দ
গোবিন্দ ঘোষ জানান, তিনি সকালে বিভিন্ন বন্ধুদের কাছ থেকে জানতে পারেন তার ফেসবুক আইডি থেকে একটি মোবাইল ফোন নাম্বারে বিকাশের মাধ্যমে টাকা চেয়েছেন। বিষয়টি বুঝতে না পেরে বা বিশ্বাস করে আমার অনেক হিতাকাংঙ্খি পাচঁ শ/ হাজার টাকা করে মোট ১৩ হাজার টাকা দিয়েছেন। অভিযোগের বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যব¯হা নেয়া হবে।