যুবলীগ নেতা জিহাদকে অব্যাহতি প্রদান ও প্রাথমিক সদস্য পদ স্থগিত

প্রকাশঃ ২০২৩-০৩-২১ - ১৫:২১

বিজ্ঞপ্তি : মহানগর যুবলীগের অন্তর্গত ২৭নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক জিহাদুর রহমান জিহাদের বিরুদ্ধে গঠনতন্ত্রবিরোধী ও অনৈতিক সমাজবিরোধী কাজের অভিযোগ উঠায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা নিয়েছে মহানগর যুবলীগ। অভিযোগের ভিত্তিতে গঠনতন্ত্রের ২২ ধারার খ অনুচ্ছেদ অনুযায়ী তাকে ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও তার প্রাথমিক সদস্য পদ স্থগিত করে চুড়ান্ত বহিষ্কারের জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের  কেন্দ্রীয় কার্যানির্বাহী কমিটির নিকট প্রেরন করা হয়েছে।

অতএব পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাকে ওয়ার্ড, থানা ও মহানগর যুবলীগের সকল দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও তার সাথে কোন প্রকার রাজনৈতিক ও দলীয় কার্যক্রম না করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার খুলনা মহানগর যুবলীগের দপ্তর সেল থেকে প্রেরিত সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।