যুব সমাজই পরে একটি সুন্দর পরিবেশ গড়তে : মৎস্য প্রতিমন্ত্রী

প্রকাশঃ ২০১৭-১২-২৫ - ২০:৪৮

প্রতিনিধি (খুলনা) ডুমুরিয়া : যুব’রা শক্তি, যুবরাই অহংকার। দেশের যুব সমাজই পারে একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে। তাই সময় এসেছে যুবকদের তাদের দায়িত্ব কাধে তুলে নেওয়ার। আর সেই দায়িত্ব পালন করবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। যুবলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে এই সংগঠনের পথচলা শুরু হয়েছিল। বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগি সংগঠন হল এই যুবলীগ। দলের সকল ক্লান্তি লগ্নে যুবলীগ সব সময় ভুমিকা রেখেছে। এখন দেশে শান্তির বাতাস বইছে। প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারনেই এটা সম্ভব হয়েছে। এরপরেও ষড়যন্ত্রকারী বিএনপি ও জামাত শিবির থেমে নেই। তাই এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যুবলীগকেই ভুমিকা রাখতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনারা এখনিই মাঠে নামবেন। দেশের উন্নয়ন ও অগ্রগতি মানুষের মাঝে তুলে ধরবেন।সোমবার ডুমুরিয়া উপজেলা যুবলীগের নব গঠিত আহবায়ক কমিটির পরিচিতি অনুষ্ঠান ও এক আলোচনা সভায় প্রধান অতিথি মৎস্য ও প্রানীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি এ কথা বলেন। উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ কুমার ঘোষ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি’র বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ নুরুদ্দিন আল মাসুদ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা প্রকৌশলী মৃনাল কান্তি জোয়ার্দার। আরও বক্তৃতা করেন উপজেলা আ’লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, জেলা পরিষদ সদস্য সরদার আবু সালেহ, শেখ হেফজুর রহমান, সরদার আব্দুল গণি, আছফর হোসেন জোয়াদ্দার, যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. আশরাফুল আলম রাজু, শেখ ইকবাল হোসেন, মোল্যা জাহিদুল ইসলাম, মোল্যা সোহেল রানা, প্রভাষক জি এম ফারুক হোসেন, সরদার শরিফুল ইসলাম, বিকাশ চন্দ্র মন্ডল, ব্রজেন সরকার, মাসুদ রানা, খান তৌহিদুল ইসলাম রাতুল, গৌরপদ ঢালী, তুষার মন্ডল, আবু দাউদ মোড়ল, রাজিউল বারি সৈকত, সাবেক ছাত্রলীগ নেতা কাজী মেহেদী হাসান রাজা, খান আবুল বাশার ও মাহবুল আলম খালিদ।