যে কোন দেশের তুলনায় বাংলাদেশের নারীরা সকল ক্ষেত্রে অনেক এগিয়ে -মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

প্রকাশঃ ২০১৮-০৭-০১ - ২২:১৩

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, বিশ্বের যে কোন দেশের তুলনায় বাংলাদেশের নারীরা শিক্ষাসহ সকল ক্ষেত্রে অনেক এগিয়ে। শুধু পুথিগত শিক্ষা নয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে শিক্ষাকে পূর্ণতায় রূপ দিতে হবে।
রোববার সকাল সাড়ে ১০টায় ফুলতলা মহিলা ডিগ্রী কলেজে উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অধ্যক্ষ সমীর কুমার ব্রহ্ম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা বিএমএ সলাম, মোঃ আসলাম খান, ওসি (তদন্ত) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম, মৃনাল হাজরা, আবু তাহের রিপন। প্রভাষক হাবিবুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, গোলাম মোস্তফা, যুবলীগ নেতা এস কে আলী ইয়াছিন, রবীন বসু, প্রভাষক আঃ মান্নান মহলদার, ডালিয়া গাইন, অলিপ বিশ্বাস, দিলিপ দত্ত প্রমুখ। অনুষ্ঠানে ডিজিটাল পদ্ধতিতে সামগ্রিক চিত্র তুলে ধরেন প্রভাষক গাজী এনামুল হক ফারুক ও আনিছুর রহমান। এ দিকে জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস বেলা ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠান অধ্যক্ষ গাজী মারুফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা কমিটির সভাপতি বিশ্বনাথ ঘোষ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পরিচালনা কমিটির সদস্য ডাঃ সুকুমার দে, শহিদ কাজী, এস এম মাসুদুর রহমান, ইকতিয়ার হোসেন, আবু মুছা, নূর মোহাম্মদ শেখ,সহকারী অধ্যাপক শেখ ইউনুচ আলী, শেখ নজরুল ইসলাম, মোঃ নেছার উদ্দিন, শেখ ইকবাল হোসেন, রুখসানা মেহেবুবা, আঃ রহিম মোল্যা, সহকারী প্রধান শিক্ষক গোলাম সরোয়ার মোল্যা, জুলফিকার আলী, প্রভাষক সমীর কুমার বিশ্বাস, সাবিনা ইয়াসমিন প্রমুখ।