খুলনা প্রতিনিধিঃ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে নৌ বাহিনী কন্টিনজেন্ট ও র্যাব-৬ এর সমন্বয়ে গঠিত একটি যৌথ বাহিনীর বিশেষ অভিযানে খালিশপুর আলম নগর গাবতলা মেইন রোড এলাকার খোকন কাজির বাড়ি থেকে হারুন অর রশিদের পুত্র ইয়াবা ব্যবসায়ী মোঃ পারভেজ ও বয়রা কাস্টম মোড় এলাকার ইছাহাকের পুত্র শহিদুল ইসলামকে গাবতলা এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।
গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খালিশপুর থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন নৌবাহিনীর কর্মকর্তা লেঃ কমান্ডার আবরার (এক্স), বিএন।