অভয়নগরে বাগদাহ-চলিশিয়া বিল প্রকল্প বন্ধ ও উন্মুক্তকরণের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধিঃ অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নবাসীর উদ্যোগে বাগদাহ-চলিশিয়া বিল প্রকল্প বন্ধ ও উন্মুক্তকরণের দাবীতে এবং চেয়ারম্যান নাদির হোসেন মোল্যার নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ৩ টায় চলিশিয়া নতুন বাজার মোড়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মিছিল সহকারে শত শত মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত হয়। বেলা সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত ব্যানার, ফেস্টুন হাতে ইউনিয়নবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে বাগদাহ-চলিশিয়া বিল প্রকল্প বন্ধ করে জনগণের জন্য উন্মুক্তকরণের দাবীতে এবং চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদির হোসেন মোল্যা ও তার ছেলে রাসেলের নামে মিথ্যা অপপ্রচারকারীদের গ্রেফতার ও শাস্তির দাবী করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম সরদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, চলিশিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী বেগ সোনা, ইউপি সদস্য আক্তার হোসেন কুমকুম, সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক দূর্গাপদ দাস, বিল প্রকল্পের জমি মালিক হাবিবুর রহমান মোল্যা, ইয়াছিন সরদার, রঞ্জন কুমার প্রমুখ। সভায় বক্তরা অবিলম্বে বাগদাহ-চলিশিয়া বিল প্রকল্প বন্ধ করে জনগণের জন্য উন্মুক্তকরণের দাবী করেন একং চেয়ারম্যান নাদির হোসেন মোল্যা ও তার ছেলে রাসেলের নামে মিথ্যা অপপ্রচারকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। অবিলম্বে বিল প্রকল্প বন্ধ করা না হলে ইউনিয়নে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনার কথা বলেন তারা। বিল প্রকল্প বন্ধের দাবীতে আগামী রোববার অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার ও যশোর জেলা প্রশাসক বরাবর স্মারকলীপি পেশ করা হবে বলে নেতৃবন্দ জানান।