রক্তের বিনিময়ে প্রাপ্তি আমাদের মাতৃভাষা : এমপি নারায়ন চন্দ্র

প্রকাশঃ ২০২৩-০২-০৫ - ১২:৪৮

ফুলতলা প্রতিনিধি : সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, ভাষার মাস আমাদের গর্বের মাস। সালাম, রফিক, বরকত, জব্বারের রক্তের বিনিময়ে এ মাসে আমরা পেয়েছিলাম আমাদের প্রিয় মাতৃভাষা। সেই ভাষা শহিদের প্রতি সম্মানার্থে আজকের এই শহিদ মিনার। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করে আসছেন। আওয়ামী শাসনের অধীনে সকল মেগা প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে দেশ আজ উন্নয়নের স্বর্ণ শিখরে। গতকাল শনিবার বিকেল ৪ টায় ফুলতলার শহীদ আসাদ-রফি গ্রন্থাগারের নব-নির্মিত কেন্দ্রীয় শহিদ মিনারের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্যার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বি.এল কলেজের সাবেক অধ্যক্ষ সরদার শফিউল্লাহ, ইলিয়াস তালুকদার, এড. তারিক হাসান মিন্টু, এস মৃনাল হাজরা, সমীর কুমার ব্রহ্ম, আরিফুজ্জামান বাবলু, গৌর হরি দাস, প্রভাষক জাহাঙ্গীর আলম, সাবেক অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, এস রবিন বসু, এসকে মিজানুর রহমান, প্রধান শিক্ষক আ: হাই প্রমুখ।