রবিবার সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা

প্রকাশঃ ২০১৯-১০-২৬ - ১৯:০৩

বটিয়াঘাটা প্রতিনিধি : রবিবার থেকে শুরু হচ্ছে সারা দেশের ন্যায় হিন্দু জনঅধূষিত বটিয়াঘাটা উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা। পূজাকে কেন্দ্র করে এ উপজেলায় প্রায় অর্ধশতাধিক পূজা মন্ডপে প্রতিমা তৈরীর শেষ আঁচড়টুকু সেরে নিতে ব্যস্ত সময় পার করছেন ভাষ্করেরা। মূলতঃ যে সকল দূর্গাা মন্দিরে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হয় ঐ সকল মন্দিরেই শ্যামা মায়ের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এবার উপজেলার মধ্যে উল্লেখযোগ্য পূজা মন্ডপের মধ্যে হাটবাটি সৎ সংঘ মঠ, বটিয়াঘাটা বাজার চৌরাস্তা মোড় সার্বজর্নীন, বাদামতলা সার্বজনীন, হাজরাতলা সার্বজনীন মন্দির ,মল্লিকের মোড় সার্বজনীন শ্যামা মন্দির, হোগলবুনিয়া উত্তরপাড়া শ্যামা মায়ের মন্দির, কিস্মত ফুলতলা মহাশ্মশান ঘাট মন্দির, ফুলতলা নর-নারায়ণ মন্দির, দেবীতলা ও বয়ারভাঙ্গা মন্দির সহ ব্যাক্তিগত ও সার্বজনীন মিলিয়ে প্রায় অর্ধশতাধিক মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষ্যে মন্দির আয়োজক কমিটির পক্ষ থেকে নৌকা বাইচ, ধর্মীয় নাকট ও যাত্রাপালা, আরতী প্রতিযোগীতা, সা¯ৃ‹তিক অনুষ্ঠান সহ নানান ধর্মীয় কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এর মধ্যে আগামী ৩০ অক্টোবর বুধবার বিকাল ৩ টায় স্থানীয় শৈলমারী নদীতে হাটবাটি সৎ সংঘ মঠ মন্দির কমিটির আয়োজনে শ্যামা পূজা উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে প্রতি বছরের ন্যায় বিশাল নৌকা বাইচ প্রতিযোগীতা। আয়োজক কমিটির সভাপতি হিমাদ্রী বিশ্বাস হিমু ও সাধারণ সম্পদাক ইন্দ্রজিৎ রায়ের পরিচালনায় অনুষ্ঠিত বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি। বিশেষ অতিথি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমান, থানার ওসি রবিউল কবীর, শিল্পপতি শ্রীমন্ত অধিকারী রাহুল, শিল্পপতি ও সমাজ সেবক প্রফুল্ল কুমার রায়, শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মামুন আল হাসান নাজু ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ। অন্যদিকে বটিয়াঘাটা বাজার চৌরাস্তা মোড় শ্যামা মন্দির কমিটির আয়োজনে অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টায় টিভি ও বেতার শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুরুপ জলমা মল্লিকের মোড় মন্দির কমিটির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে শনিবার ও  রবিবার সন্ধ্যায় দেশের বরেন্য শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে গোটা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে দ্বিতীয় বৃহত্তম উৎসব উপক্ষ্যে সাজ সাজ রব। উৎসবকে কাঁটাতে তারা এখন ব্যস্ত সময় পার করছেন।