রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার আহবান

প্রকাশঃ ২০২৩-০২-০৭ - ১৩:২৩

খুলনা : খুলনা বাজার ব্যবসায়ী মলিক সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় সমিতির নিজম্ব কার্যালয় এর আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শ্যামল হালদার। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ান।

সভায় খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেরিত চিঠির আলোকে আসন্ন পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে সকল ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা দেওয়ার লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় গৃহীত সিদ্ধান্তাবলি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

সিদ্ধান্তবলি হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, দোকানের সম্মুখে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানো ও প্রদর্শণ করা, বাড়তি দামে পণ্য বিক্রয় না করা, ক্যাশমেমো ব্যাতিত ক্রয়-বিক্রয় না করা এবং ওজনে কম বা পণ্যে ভেজাল না দেওয়া। সভায় সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ান বলেন, পবিত্র মাহে রমজান মাসে ভোক্তগণ যাতে কোন রকম সমস্যার সম্মুখিন না হন সেজন্য সকল ব্যবসায়ীদের সদয় দৃষ্টি রাখতে হবে।

এসময় এম. এ মতিন পান্না, রফি আহমেদ বাবলা, অনিল পোদ্দার, আলহাজ্ব মোঃ হায়দার আলী, এমদাদুল হক খালাসী, আলহাজ্ব মোঃ আমিন, অরবিন্দ কুমার সাহা, আলহাজ্ব মোঃ সিরাজুল হক, মোঃ রফিকুল ইসলাম টিপু, মোঃ জামিরুল হুদা জহর, সৈয়দ বোরহান উজ্জামান, আলহাজ্ব মোঃ সেলিম, মোঃ গোলাম আক্কাছ স্বাধীন, তরুন রায় শিবু, স্বপন কুমার সাহা, তপন সাহা, দিলীপ কুমার সাহা, মোঃ ঝুনু মোল্লা, অসিত বিশ্বাস, বেগ সাব্বির মাহমুদ, গোপাল সাহা, ওয়াহিদুজ্জামান বিপ্লব, মোঃ জাহিদুল ইসলাম, আলহাজ্ব মোঃ জাকির হোসেন ঝন্টু, উজ্জ্বল ব্যানার্জি, মোঃ আলী দেওয়ান ও মোঃ লাভলু খান।