ঢাকা অফিস : মুক্তিযুদ্ধের সময় চার সাঁওতালসহ ১৫ জনকে হত্যা এবং মানবতাবিরোধী অন্যান্য অপরাধের দায়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার রাজাকার আব্দুস সামাদ মুসার ফাঁসির আদেশের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে চারটি অভিযোগই প্রমাণিত হয়েছে এবং চারটি অপরাধেই মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে, ১৭৪ পৃষ্ঠার রায় পড়া শেষে এ রায় ঘোষণা করেন করেন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহিনুর ইসলাম।
মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলাকালীন সময়ে নাশকতার অন্য এক মামলায় গ্রেপ্তার হন আসামি মুসা। ২০১৭ সালে গ্রেপ্তার দেখিয়ে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। একাত্তরে রাজশাহীতে স্বাধীনতাকামী আদিবাসী ও বাঙালিদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালান মুসা। সে সময় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের নেতৃত্ব দেন তিনি। বর্তমানে আসামি মুসা কারাগারে আছেন।
একাত্তরের ১৯শে এপ্রিল ৩০-৪০ জন হানাদার বাহিনীর সদস্যদের নিয়ে বাঁশবাড়িয়া গ্রামে যান মুসা। সেখানে তারা ২১ জনকে আটক করেন। পরে, দিনভর নির্যাতন করে ১৭ জনকে ছেড়ে দেওয়া হয়। হত্যা করা হয় চারজনকে। মুসার বিরুদ্ধে পশ্চিমভাগ সাঁওতাল পাড়ার আদিবাসীদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করার অভিযোগও রয়েছে।