রাবিতে নিরাপত্তা নিশ্চিতে অভিযান : আটক ৪

প্রকাশঃ ২০১৮-০১-০২ - ২০:৪৫

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অভ্যন্তরে যানচলাচল ও নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে পুলিশের অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আমীর আলী হলের মাঠ থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাজশাহী নগরীর মির্জাপুর এলাকার নন্দনের ছেলে মিলন (৩৫), একই এলাকার আজিজুল হকের ছেলে আজিবর রহমান (৪৮), আবদুল মালেকের ছেলে মেরাজুল ইসলাম ও বোয়ালিয়া শালবাগান এলাকার মৃত ফজলুল হকের ছেলে রফিকুল ইসলাম।

আটকের বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, কাজলা ফাঁড়ির পুলিশ আটক করে নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, বেশ কিছুদিন আগে থেকেই ক্যাম্পাসে বহিরাগতদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেইসঙ্গে বহিরাগত বাইকের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। এছাড়া আমীর আলী হলের প্রভোস্ট আমাকে বেশ কয়েকবার অভিযোগ করেছিল- তার হলের মাঠে বাহিরাগতরা গিয়ে গাঁজা সেবন করে। এরই অংশ হিসেবে আজকে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় চার বহিরাগত যুবককে পুলিশ আটক করেছে।