সুব্র ঢালী, রামপাল (বাগেরহাট) : রামপালের সগুনা মাধ্যমিক বিদ্যালয় ও প্রাাথমিক বিদ্যালয়ে ৪৭তম বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ও সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, নরেন্দ্রনাথ পালের সভাপতিত্বে বুধবার সন্ধ্যা ৬ টায় রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ ।প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিরতন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, বাইনতলা ইউনিয়ন আওযামীলীগ সভাপতি আঃ রশীদ, বাগেরহাট জেলা শিক্ষক সমিতির সভাপতি আঃ মান্নান, রামপাল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নিজাম উদ্দিন, প্রধান শিক্ষক তুহিন বাদশা, প্রাাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন, প্রাাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিধান চন্দ্র পাল, সদস্য সত্যরঞ্জন পাল, তপন পাল, নিত্যানন্দ পাল, দিলীপ পাল,সগুনা সামাজিক উন্নয়ন ক্লাব সেক্রেটারি সুব্রত পাল, সহকারী প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, প্রশান্ত পাল, অভিজিৎ পাল, বানী পাড়ে, জাহিদুর রহমান, স্মৃতি মন্ডল প্রমুখ।