রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জনসভা ও সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত। উপজেলার গিলাতলা স্কুল মাঠ চত্তরে, শনিবার বিকাল ৫ টায় বাঁশতলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাওলাদার আবু তালেবের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আঃ খালেক । অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, জেলা আওয়ামীলীগ সহসভাপতি মেল্লা আঃ রউফ, উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারি ও রামপাল ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামু, অধ্যাপক মিজানুর রহমান, হাওলাদার হাফিজুর রহমান, বাঁশতলী ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ আলী, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ,ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান,সাধারন সম্পাদক শেখ সাদী প্রমুখ।