মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর মোঃ জিয়াউর রহমানের বিরুদ্ধে ভিজিডির আত্মসাতের অভিযোগ উঠেছে। ওই ওয়ার্ডের হতদরিদ্র শেখ সোহাগের স্ত্রী খাদিজা বেগমকে ভিজিডির দুই মাসের ৩০ কেজির দুই বস্তা চাল দেয়া হয়। সোমবার দুপুরে বাঁশতলী ইউনিয়ন পরিষদ থেকে কার্ডধারী খাদিজার স্বামী নসিমন চালক সোহাগ ওই দুই বস্তা চাল নিয়ে ফেরার সময় ইউপি সদস্য জিয়াউর রহমান এক বস্তা চাল তাকে বাঁশতলীর নাজিম উদ্দীনের দোকানে রেখে দিতে বলেন। সোহাগ এক বস্তা চাল ওই দোকানে রেখে দেন। সোহাগ অভিযোগ করে বলে, দুই মাসের চাল এক সাথে দিয়েছেন চেয়ারম্যান। এরমধ্যে থেকে মেম্বর এক বস্তা আমার কাছ থেকে রেখে দিয়েছেন। আমি এর বিচার চাই। দোকানী নাজিম বলেন, এক বস্তা চাল মেম্বর জিয়া আমাকে রাখতে বলেন আমি দোকানে রেখে দিয়েছি। কি কারণে সে চাল রেখেছে আমি জানি না।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কেউকে কারো দোকানে চাল রাখতে বলিনি। কারো চালও রাখিনি।