রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালে ওপেন হাউজ ডে পালিত হয়েছে। রামপাল থানা পুলিশের আয়জনে, ‘‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, শনিবার বিকাল ৫ টায় রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমানের সভাপতিত্বে ও মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় উপজেলা অডিটোরিয়ামে প্রধান অথিতির বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল, মংলা সার্কেলের এএসপি মোঃ খায়রুল বাশার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান সরদার আঃ হান্নান ডাবলু, ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোহাম্মাদ আলী, ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্যা আঃ রউফ, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হামীম নূরী, পুলিশিং কমিটির উপজেলা সেক্রেটারী আলহাজ্ব অধ্যাপক আকবর আলী, সাংবাদিক মুনওয়ার রনি প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সদস্যা, শিক্ষক, সাংবাদিক ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।