বিশেষ প্রতিবেদক : বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়ন পরিষদের মুল গেইট নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিষদ চত্বরের সামনে নতুন গেইট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি। অতিথিরা মাটি কেটে নতুন গেইট নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পেড়িখালী ইউপি চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুল, পেড়িখালী পি ইউ মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মোশারফ হোসেন, শিক্ষিকা শামীম আরা শিপ্রা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইকরামুল কবির কচি, পেড়িখালী ইউপির প্যানেল চেয়ারম্যান নিখিল মন্ডল, যুবলীগ নেতা মোস্তফা রুবেল আহমেদ রুবেল, ছাত্রলীগ নেতা হিমেল রাব্বি সোহানসহ অন্যান্যরা।