রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালে চাষীদের মাঝে ভর্তুকী পাওয়ার ৭টি টিলার বিতরণ করা হয়েছে। রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাসরুল মিল্লাতের সভাপতিত্বে। সোমবার সকালে রামপাল উপজেলা পরিষদ অডিটরিয়ামে, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষীদের মাঝে পাওয়ার টিলার বিতরন করেন। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ আবু সাঈদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল, ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারি জামিল হোসেন জামু, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জিন্নাহ, বিবেকানন্দ পাল প্রমুখ। বাংলাদেশের দক্ষিন- পশ্চিম অঞ্চলের ক্ষুদ্র চাষীদের জন্য কৃষি সহায়ক প্রকল্পের আর্থিক সহায়তায় রামপাল উপজেলা কৃর্ষি অফিসের আয়োজনে ১ লাখ ৩৭ হাজার ৯শ টাকা মূল্যের প্রতিটি পাওয়ার টিলার ৭০ ভাগ ভর্তুকী মূল্যে ৩৮ হাজার ৩শ ৭০ টাকায় বিতরণ করা হয়। বক্তারা বলেন, বর্তমান সরকার বিভিন্ন ভাবে চাষীদের সহায়তা দিয়ে ফসল উৎপাদনে উৎসাহ প্রদান করে আসছে। আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। তারই ধারাবাহিকতায় ভর্তুকী মুল্যে এই পাওয়ার টিলার বিতরণ করা হচ্ছে।