রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপাল উপজেলার গিলাতলা বাজারে জমে উঠেছে ডিম মেলা। ডিম মেলার আয়োজক শেখ আনোয়ার হোসেন তার নিজস্ব মুরগী খামারের উৎপাদিত ডিম দ্বারা তিনি ২য় বারের মত এ ডিম মেলার আয়োজন করেন। রামপাল উপজেলা চেয়ারম্যন শেখ মোঃ আবু সাইদ। রোববার সকাল ১০ টায় ২য় বছরের মত ২ সপ্তাহ ব্যাপী এই ডিম মেলার উদ্ভোধন করেন। মেলায় আগত দর্শনার্থী ও ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, নির্দিষ্ট বাজার মূল্যের চেয়ে হালি প্রতি ১২ টাকা কমে ডিম ক্রয় করতে পেরে তারা খুশি। মেলায় রবিবার উদ্বোধনের পরে সোমবার দুপুর পর্যন্ত ১০/১২ হাজার ডিম ইতমধ্যে বিক্রি হয়েছে বলে খামারী আনোয়ার হোসেন দাবি করেন। উপজেলা চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন রামপালে এ জাতীয় মেলার আয়োজন করায় খামারীরা উদ্বুদ্ধ হবে।