রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপাল উপজেলার পেড়িখালী পি.ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৩দিন ব্যপি ৭৯তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শুরু হয়েছে। সিনিয়র শিক্ষক নাজমুল হুদার সঞ্চালনায় ও সিরাজুল আজম দারার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এ সময় প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি ৪তলা বিশিষ্ট ভবন নির্মানের বরাদ্দ প্রদান এবং তার ব্যক্তিগত তহবিল থেকে স্কুলে বাউন্ডারী দেওয়াল নির্মানের জন্য ১ লক্ষ টাকা বরাদ্দ প্রদানে আশ্বাস দেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, প্রধান শিক্ষক শংকর কুমার শিকদার প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য শেষে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানের জন্য তাদের মাঝে পুরস্কার ও ক্রেষ্ট প্রদান করেন।