রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালে বাদাবন সংঘের উদ্দোগে বাল্য বিবাহ রোধ ও নারী অধিকার আইন বিষয়ে অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় গোনা ব্রীজ এলাকায় সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বাদাবন সংঘ’র কোষাধক্ষ্য ও সুন্দরবন মাহিলা কলেজের অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম। স্থানীয় নাগরিকদের সচেতনতার লক্ষে বাল্য বিবাহ রোধ এবং নারী অধিকার বিষয়ে এবং সংস্থার কার্যক্রম ও কর্ম এলাকা সম্পর্কে বক্তব্য রাখেন বাদাবন সংঘ’র নির্বাহী পরিচালক লিপি রহমান। এ সময় বাদাবন সংঘের কর্মকর্তা,সাংবাদিকবৃন্দ,স্থানীয় সমাজসেবক,শিক্ষক-শিক্ষিকা,ইউনিয়ন পরিষদের নারী সদস্য ও অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ।