রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার হুড়কা গ্রামের মৃত হৃদয় নাথের পুত্র বিশ্বজিৎ রায় (৬০) ঝলমলিয়া দিঘির পাড়ের নাট মন্দিরের চালের উপর কাজ করছিলেন। এ সময়ে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগন তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় রামপাল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ জানায়, কারো কোন অভিযোগ না থাকায় পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেন, রামপাল থানার ওসি (তদন্ত) মোঃ তুহিন।