রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালে খুলনা বিভাগের মধ্যে সর্ববৃহৎ চক্ষু চিকিৎসা শিবিরের কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাব ও লায়ন্স ফাউন্ডেশনের উদ্যোগে সম্পুর্ন বিনামূল্যে ১১তম চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবে। শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যলয়ে শনিবার দিন ব্যাপি চক্ষু চিকিৎসা শিবিরের কার্যক্রম চলবে বলে ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় চোখে ছানি পড়া রোগীদের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও মোবাইল নম্বর সাথে আনার জন্য অনুরোধ জাননো হয়েছে। গত ১০ বছর ধরে রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন স্থানে চক্ষু চিকিৎসা শিবিরের মাধ্যমে প্রায় ৪ সহ¯্রাধীক ছানি পড়া রোগীকে অপারেশনসহ লেন্স সংযোজন এবং প্রায় ৫০ সহ¯্রাধীক লোককে চোখের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।