রামপালে মহানামযজ্ঞ অনুষ্ঠানে তালুকদার আঃ খালেক এমপি

প্রকাশঃ ২০১৮-০৩-২৪ - ২০:৫১

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালে ১৬ প্রহর মহানামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করেন, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আঃ খালেক রামপালের সগুনা গ্রামে ২০তম ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে শনিবার বিকাল ৫ টায় সগুনা সার্বজনীন রাধাগোবিন্দ মন্দির চত্বরে মহানাম সংকীর্তনে আগত ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, পূজা উদযাপন পরিষদের রামপাল উপজেলা সভাপতি জয়দেব দেবনাথ, সাধারন সম্পাদক অসীত বরন কুন্ডু, বাইনতলা ইউপি সদস্য মাহবুবুর রহমান, সগুনা মহানামযজ্ঞ উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার অনাদি পাল, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ পাল, সাংবাদিক অমিত পাল, বিধান পাল, তপন পাল, সত্যরজ্ঞন পাল, সগুনা সামাজিক উন্নয়ন ক্লাব সাধারন সম্পাদক সুব্রত পাল, মনজু রানী পাল প্রমুখ।