রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশের ৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পনে মধ্য দিয়ে দিনটির সূচনা হয়। এরপর রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পালের নেতৃত্বে শোভাযাত্রা পরে রামপাল উপজেলা পরিষদ চত্তরে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান, কৃষি কর্মকর্তা নাসরুল মিল্লাত, সিনিয়র মৎস কর্মকর্তা রিপন কুমার ঘোষ, ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান, সেক্রেটারি শেখ সাদী সহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ।