রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ রামপালে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মাছ চাষে গড়ব দেশ, বদলে দেব বাংলাদেশ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সকাল ১০ টায় রামপালে উপজেলা সম্মেলন কক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকার প্রতিবছর প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা মৎস্য রপ্তানী করে আসছে। সরকার মৎস্য চাষে যুগন্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে এর মধ্যে মৎস্য পোনা উৎপাদন, বাজার ব্যবস্থাপনা, ভাইরাসমুক্ত পোনা ক্রয় বিক্রয়, ফরমালিন মুক্ত করন এবং উন্নত পদ্ধতিতে মৎস্য চাষকে উৎসাহিত করার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছেন। এজন্য সনাতন পদ্ধতির বদলে উন্নত পদ্ধতি ব্যবহার করে মৎস্য চাষ বৃদ্ধির জন্য নানা মুখি পদক্ষেপ নেওয়া হয়েছে। মৎস্য চাষকে আরও বেগবান করার জন্য এবং যাতে করে মৎস্য চাষিরা প্রশিক্ষন গ্রহণ করে যাতে আর্থিকভাবে লাভবান হতে পারে সে জন্য সাংবাদিকদের সহযোগীতা চাওয়া হয়েছে।