মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের রামপালে ১১ বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। রামপাল থানা পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে ধর্ষক গোলাম শেখ (৫৫) ওরফে পাল গোলামকে আটক করেছে।
রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলম জানান, উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিকিরডাঙ্গা আশ্রয়ণ প্রকল্প-২ এর জনৈক দিন মজুরের ১১ বছরের শিশু কন্যাকে একই এলাকার মৃত আমীন উদ্দিন শেখের পুত্র গোলাম শেখ গত মঙ্গলবার সকাল ১০ টার সময় পার্শ্ববর্তী একটি ডোবায়/ নিচু জায়গায় নিয়ে ধর্ষণ করে। ওই শিশুটি ভয়ে বিষয়টি পরিবারকে দেরীতে জানায়। জানার পর শুক্রবার বিকেলে ওই শিশুটির মা শিশুকে রামপাল থানায় নিয়ে আসেন। এরপর শিশুটির মা বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করে। এরপর পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে সন্ধ্যার একটু আগে ধর্ষক গোলামকে বড়দিয়া গ্রাম থেকে গ্রেফতার করে । ধর্ষণ ও ধর্ষণের ঘটনায় মামলা এবং ধর্ষক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মনজুরুল আলম।