রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপাল উপজেলা জামায়াতের আমীর ও গৌরম্ভা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ নাসের উদ্দিন (৫০)কে নাশকতার অভিযোগে রামপাল থানা পুলিশ বর্ণি গ্রামের তার নিজ বাড়ি থেকে আটক করেছে। পরে এ ঘটনায় রামপাল থানা পুলিশ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ ও ২৫/৩০ জন অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে একটি মামলা দায়ের করেছে। রামপাল থানার ওসি মোঃ লুৎফর রহমান জানান, উপজেলা বর্নি গ্রামের শেখ মহিউদ্দিনের পূত্র জামায়াতের আমীর শেখ নাসের উদ্দিনসহ ৩০/৩৫ জন নেতা কর্মী তার বাড়িতে বসে নাশকতার সৃষ্টির উদ্দেশ্যে বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ধরে ফেলা হয়। এ সময় অন্যনরা দ্রুত পালিয়ে যায়। শেখ নাসের উদ্দিনের পরিবারের সদস্যরা জানান রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে আটক করে মামলা দায়ের করা হয়েছে।