রামপাল প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরিকৃত ৯০ কেজি কালো ও লাল কভার যুক্ত তামার তার সহ দুজনকে আটক করেছে রামপাল থানা পুলিশ। ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ৮.০০ টায় উপজেলার জিরোপয়েন্ট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তির রামপাল থানা পুলিশের একটি টিম উক্ত চুরিকৃত তার বহনকারী ইজিবাইকসহ উপজেলার উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামের দাউদ শেখ’র পুত্র হিরক শেখ (২৮) এবং মোংলা উপজেলার কাইনমারী গ্রামের হাবিব ফারাজীর পুত্র সোহাগ ফারাজী (২৩) কে আটক করে। এ ব্যাপারে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট প্রকল্পের সাইড ইনচার্জ রবীন্দ্রনাথ বেড়া বাদী হয়ে থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে রামপাল থানার ডিউটি অফিসার এ.এস.আই মিঠুন কুমার ঢালী সাংবাদিকদের জানিয়েছেন।