খুলনা : বিশ্ব ঐতিহ্য তালিকা থেকে ইউনেসকো সুন্দরবনকে বাদ দেওয়ার আগেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মান বন্ধ করার দাবি জানিয়েছেন তেল,গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহম্মদ।
বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত তেল, গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় কমিটির খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের জেলার প্রতিনিধিরা অংশ নেন।সভায় রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে সুন্দরবন কীভাবে ধ্বংস হচ্ছে এই বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া এই বিষয়ে সংশ্লিষ্টদের তৎপর হওয়ার আহ্বান জানানো হয়।