রিয়ালকে এক হালি গোল দেয়ার ম্যাচে রোনালদোকে ট্রল ইয়ামালের

প্রকাশঃ ২০২৪-১০-২৭ - ১৪:৫৬

ক্রীড়া প্রতিবেদক : লা-লিগার গত মৌসুমের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শুধু তাই নয়, গত মৌসুমে দলটি জিতে নিয়েছে নিজেদের ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। দলের প্রাণভোমরা ভিনিসিয়ুস জুনিয়র আছেন ব্যালন ডি অর জয়ের দৌড়ে। তার উপর স্প্যানিশ জায়ান্টদের শক্তিমত্তা বেড়েছে কিলিয়ান এমবাপের আগমণে। ইউরোপের সফলতম এই ক্লাবটিই কি না গতকাল রাতে ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে হজম করলো এক হালি গোল!

এবারের মৌসুমের শুরু থেকেই রিয়াল কিছুটা ছন্দহীনতায় ভুগছে। এদিকে হান্সি ফ্লিকের অধীনে রীতিমত উড়ছিল বার্সেলোনা। স্পেনের সেরা দুই দল গতকাল মাঠে নেমেছিল এল ক্লাসিকোয়। মৌসুমের প্রথম এল ক্লাসিকোটি অনুষ্ঠিত হয়েছে রিয়ালের ঘরের মাঠে। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে পাত্তাই পায়নি লস ব্লাঙ্কোসরা।

লস ব্লাঙ্কোসদের বিপক্ষে এই ম্যাচে দুইবার জালের দেখা পেয়েছেন রবার্ট লেভানডভস্কি। এছাড়া একটি করে গোল করেছেন লামিনে ইয়ামাল ও রাফিনিয়া। আক্রমণভাগের এই তিন তারকার গোলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

বার্সেলোনার এমন জয়ের দিনে রেকর্ড গড়েছেন ইয়ামাল। কাতালান ক্লাবটির হয়ে তৃতীয় গোলটি করেন তিনি। এর মাধ্যমে এল ক্লাসিকোর ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন তিনি। গতকাল গোলটি করার সময় তাঁর বয়স ছিলো ১৭ বছর ১০৬ দিন। এর আগে রেকর্ডটির মালিক ছিলেন বার্সারই সাবেক ফরোয়ার্ড আলফানসো নাভার। তিনি গোল করেছিলেন ১৭ বছর ৩৫৬ দিনে।

এদিকে গতকাল রিয়ালের মাঠে গোল করার পর রোনালদোকে অনুকরণ করে উদযাপন করেছেন ইয়ামাল। রিয়ালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ‘কালমা’ উদযাপন করতেন, এরকম উদযাপনে গ্যালারির দর্শকদের উদেশ্যে হাত দিয়ে শান্ত থাকার ইশারা কিরতেন তিনি এবং বুঝাতে চাইতেন যে তিনি আছেন।

গতকাল রিয়ালের জালে তৃতীয় গোলটি দেয়ার পর ইয়ামালও একই উদযাপন করেছেন। দর্শকদের শান্ত থাকার পরামর্শ দিয়ে তিনি নিজের জার্সির পেছনে নামের দিকে ইশারা করেন। ঘরের মাঠে দল যখন ৩ গোলে পিছিয়ে পড়েছে তখন ইয়ামালের এমন উদযাপন দেখে আরও পোড়েছে লস ব্লাঙ্কোস সমর্থকদের হৃদয়।