রূপগঞ্জে খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ

প্রকাশঃ ২০১৮-০১-১৬ - ১৭:৩৩

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নিজেস্ব অর্থায়নে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার কাজীপাড়া এলাকার জামদানী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ৫নং ওয়ার্ড এলাকার গরিব অসহায়, বয়স্ক, প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ করে আসছেন। মঙ্গলবার বিকালে কাজীপাড়া এলাকায় কার্ডধারী ১৪০জনের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেয়াইজ, চিরা, লবন, সাবান, চিনিসহ ঔষধ বিতরণ করেন। ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, ১৯৮৮ সাল থেকে প্রতিমাসে নিয়মিতভাবে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি। প্রথমে চাল, ডাল ও তেল দিয়েছি। গত বছরের জুন মাসের দিকে একটি এনজিও সংস্থা আস্থা ট্রাস্ট আমার এ কাজের সাথে যুক্ত হয়েছে। এখন প্রতিজনের মধ্যে চাল, ডাল, তেল, আলু, পেয়াইজ, চিরা, লবন, সাবান, চিনিসহ ঔষধ বিতরণ করি। এনজির কর্মকর্তা সুমা জাহিদ বলেন, শিশুদের স্বাস্থ্য রক্ষা নিয়ে আমাদের কাজ করার ব্যপক পরিকল্পনা রয়েছে। শিক্ষা, চিকিৎসা ও খাদ্য নিশ্চিত করা আমাদের সংস্থার ভিশন। এসময় অন্যান্যদের মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।