রূপগঞ্জে গৃহবধূকে ঘরে আটকে রেখে নির্যাতন

প্রকাশঃ ২০১৮-০২-০২ - ১৪:৫১

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে নেশাসক্ত স্বামীর দাবীকৃত যৌতুকের টাকা না দেওয়ায় লাকি আক্তার নামে এক গৃহবধূকে ঘরে আটকে রেখে অমানুষিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার কামসাইর এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে।

গৃহবধূর মা মিনারা বেগমের লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত চৌদ্দ বছর আগে কামসাইর এলাকার সাদেক মিয়ার ছেলে বারেক মিয়ার সঙ্গে তার মেয়ে লাকি আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে মটর সাইকেল, নগদ ৩ লাখ টাকা, স্বর্নালংকার ও ফার্নিচারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল প্রদান করা হয়। বিয়ের পর  তাদের সংসারে হিমা ও নিসা দুই মেয়ের জন্ম হয়। এরপর থেকেই গৃহবধূর স্বামী বারেক মিয়া তার শশুর বাড়ি হইতে আরো ৩ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার দাবী করে। গত মঙ্গলবার রাতে নেশাসক্ত স্বামী যৌতুকের টাকার জন্য চাপ প্রয়োগ করলে গৃহবধূ অস্বীকার করে। একপর্যায়ে স্বামী ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে ঘরে আটকে রেখে নির্যাতন করে। পরে নির্যাতিত গৃহবধূ কৌশলে মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি তার পরিবারকে জানায়। বুধবার দুপুরে গৃহবধূর পরিবারের লোকজন মেয়েকে উদ্ধার করতে গেলে নেশাসক্ত স্বামী তাদেরকে মেরে ফেলার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। পরে তারা রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে রূপগঞ্জ থানা পুলিশ গৃহবধূ লাকি আক্তারকে উদ্ধার করে।