রূপগঞ্জে ফ্রিজ ভাঙ্গার গুজব !

প্রকাশঃ ২০১৮-০১-২৫ - ১৯:২৩

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত কয়েকদিন ধরে ফ্রিজ ভাঙ্গার গুজব ছড়িয়ে পড়েছে। এ গুজবে বাসা বাড়ি ও দোকানে ফ্রিজ ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকায় প্রচার হয় যে, যার ফ্রিজে কোরবানির গো মাংস ও পাঙ্গাস মাছ রয়েছে তার ফ্রিজটিই পুলিশ ও ভ্রাম্যমান আদালত গিয়ে ভেঙে ফেলছে। তবে এলাকা জুড়ে খবর নিয়ে কোথাও এর সত্যতা মেলেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত গোটা উপজেলায় এ গুজব রয়েছে।

 খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ফ্রিজ ভাঙ্গার  গুজব ছড়িয়ে পড়েছে। উপজেলার কামশাইর, ইছাখালী, বড়ালু, তালাশকুর, কায়েতপাড়া, পিরুলিয়া, কালনী, আতলাশপুর, রাণীপুরাসহ বিভিন্ন এলাকায় পুলিশ ও ভ্রাম্যমান আদালতের লোকজন গিয়ে ফ্রিজ ভেঙ্গে দিয়েছে এমন খবর চাউর হয়ে পড়ে। ফ্রিজে গো মাংস, ইলিশ মাছ ও পাঙ্গাস মাছ রাখার কারণেই এমনটা করা হচ্ছে বলে জানা গেছে। তবে কোথাও এ ধরণের ঘটনার কোন সত্যতা পাওয়া যায়নি। নগরপাড়া এলাকার গৃহবধূ রায়হানা সুলতানা কণা জানান, বৃহস্পতিবার সকালে আশপাশের এলাকাগুলোতে ফ্রিজ ভাঙ্গার খবর লোকমুখে শুনে তিনি ফ্রিজ থেকে গো মাংস ও মাছ নামিয়ে রাখেন। পরে খবর নিয়ে দেখেন এটা গুজব। কথা হয় পিরুলিয়া এলাকার নারায়ণ চন্দ্রের সঙ্গে। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে আশপাশের লোকজন আমার বাড়িতে এসে জড়ো হয়। জানতে চাইলে তারা বলেন তারা খবর পেয়েছেন তার বাড়ির ফ্রিজ পুলিশ ভেঙ্গেছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসমাঈল হোসেন বলেন,  এটা নিছক গুজব। একটা চক্র এসব গুজব ছড়াচ্ছে।