রূপগঞ্জে বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের অভিযোগ

প্রকাশঃ ২০১৭-১২-২৭ - ২২:৪২

আল-আমিন মিন্টু ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দূর্বত্তরা ব্যবসায়ীর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  মঙ্গলবার রাতে উপজেলার গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৎস্য খামারের দায়িত্বে থাকা মিরাজুল ইসলাম জানান, তিনি চিটাগং ডেনিস মিলস নামে একটি প্রতিষ্ঠানে চাকুরী করে আসছে। তার মালিক দীর্ঘ দিন ধরে উপজেলার গোয়ালপাড়া এলাকায় ৪ বিঘার একটি পুকুরে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পাংগাস মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছে। মঙ্গলবার রাতে দূর্বত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে পুকুরে সব মাছ মেরে ফেলে। বুধবার সকালে মিরাজুল ইসলাম মাছের খামারে গিয়ে দেখে পুকুরের সব মাছ মরে ভেসে আছে। এ ব্যাপারে মিরাজুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।