রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিনের বেলা এক ব্যবসায়ীর মটরসাইকেল চুরি ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ভক্তবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। ব্যবসায়ী এমারত হোসেন মীর জানান,ভক্তবাড়ি বাজারে লিমন এন্টারপ্রাইজ নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। দুপুর বেলা দোকান বন্ধ কারার উদ্দেশ্যে তার মটরসাইকেলটি দোকানের একপাশে রেখে অপর পাশের সাটারে তালা লাগাতে যায়। তালা লাগিয়ে এসে দেখেন তার মটরসাইকেলটি চুরি হয়ে গেছে। বাজাজ কোম্পানির পালসার মডেলের এ মটরসাইকেলটির মূল্য পৌনে দুই লাখ টাকা। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি চুরির অভিযোগ দায়ের করা হয়েছে।